ঘোড়দৌড়, লাঠিখেলায় নতুন বছর উদযাপন
বাংলা নববর্ষ উপলক্ষে মানিকগঞ্জে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, ঘোড়দৌড় প্রতিযোগিতা ও ঘোড়ার গাড়িতে করে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার শহরের জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিজয় মেলা মাঠে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল জানান, প্রতিযোগিতায় নানা অঞ্চল থেকে আসা ১৯টি ঘোড়া অংশ নেয়। এতে মানিকগঞ্জের পৌর এলাকার হিজুলী গ্রামের রমজান আলীর ঘোড়া প্রতিযোগিতায় প্রথম হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ ছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নবাসীর আয়োজনে অর্ধ-শত ঘোড়ার গাড়ির বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়। নারী-শিশুসহ নানা বয়সী মানুষ এই শোভাযাত্রায় অংশ নেয়। এরপর বিকেলে সিংজুরী মাঠে অনুষ্ঠিত হয় গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলা।
সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ জানান, এই এলাকার সব মানুষকে আনন্দ দেওয়ার জন্য ঐতিহ্যবাহী এই লাঠি খেলার আয়োজন করা হয়। এতে পয়লা গ্রামের দাদা ও নাতির লাঠিখেলাটি সবচেয়ে আকর্ষণীয় হিসেবে বিবেচিত হয়। নানা বয়সী অসংখ্য মানুষ আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে খেলা উপভোগ করে।