জলকেলিতে মেতেছে বান্দরবান
উৎসবের রং লেগেছে পাহাড়ে। মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব সাংগ্রাইকে ঘিরে পাহাড়ি জনপদ সেজেছে নতুন সাজে। সাংগ্রাইয়ের অন্যতম আকর্ষণীয় জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার। বিকেলে জেলা শহরের পুরাতন রাজবাড়ী মাঠ এবং রেইছা থলিপাড়া মাঠে এই জলকেলি উৎসবের আয়োজন করা হয়।
জলকেলি উৎসবে তরুণ-তরুণীরা মেতে ওঠে পানিখেলায়। এ পানিখেলার আছে একটি মজার নিয়ম। খেলায় বিবাহিতরা অংশ নিতে পারে না। মারমা তরুণ-তরুণীরা এই খেলায় একে অপরের গায়ে পানি ছিটিয়ে ভাবের আদান-প্রদান করেন। এই উৎসবের মাধ্যমে তরুণ-তরুণীরা সম্পর্কের সেতুবন্ধ তৈরি করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
উৎসব ছোট-বড় কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পানিখেলায় অংশ নেন তরুণ-তরুণীরা। শত শত নারী-পুরুষ এবং দেশি ও বিদেশি পর্যটকরা ভিড় জমায় জলকেলি উৎসব দেখতে। পুরোনো বর্ষকে বিদায় আর নতুন বর্ষকে বরণ করার এই উৎসবকে মারমা সম্প্রদায় প্রধান সামাজিক উৎসব হিসেবে পালন করে আসছে যুগ যুগ ধরে।
জলকেলি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। তিনি বলেন, ‘ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। সম্প্রীতির বান্দরবানে যে কোনো উৎসবে পাহাড়ি-বাঙালি সবাই একাকার। সব মিলিয়ে সম্প্রীতির যে একটি সেতু বন্ধন, তা ই দেখা যায় পার্বত্য অঞ্চলে। সাংগ্রাই উৎসবে আমরা সবাই অতীতের সকল দুঃখ-গ্লানি ভুলে, একে অপরের মঙ্গল কামনা করি। আগামীতে সম্প্রীতির এই সুদৃঢ় বন্ধনে আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়ব। আগামী প্রজন্মের জন্য সুন্দর-সম্প্রীতির দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাব এই কামনা করি।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশীদ আমিন, জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, রেইছা সদর ইউপির চেয়ারম্যান সাবুখয় মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাংগ্রাইকে ঘিরে পাহাড়ি গ্রামগুলোতে তরুণ-তরুণীরা মেতে ওঠেন হরেক রকমের পিঠা তৈরির প্রতিযোগিতায়।
উৎসবের দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার দুপুরে আড়াইটায় উজানীপাড়ার সাঙ্গু নদীর তীরে বুদ্ধমূর্তি স্নান উৎসবে ঢল নামে পাহাড়ি-বাঙালি পুণ্যার্থীদের। ক্যায়াংয়ের প্রধান ভিক্ষু উচহ্লা ভান্তে বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠানে বিশ্ববাসীর শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন।