পানিখেলায় মেতেছে খাগড়াছড়ি
মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাইকে ঘিরে খাগড়াছড়িতে লেগেছে উৎসবের রং। সামাজিক এ উৎসব উপলক্ষে মারমা তরুণ-তরুণীরা নাচে ও গানে মাতিয়ে রেখেছেন পুরো জেলা।
খাগড়াছড়ি জেলা শহরের বটতলায় আজ বুধবার সাংগ্রাই উৎসরের অন্যতম আকর্ষণ পানিখেলা বা জলকেলি উৎসবের আয়োজন করা হয়। সাংগ্রাই উপলক্ষে শহরের গোলাবাড়িতে মারমা সংগঠন ঐক্য পরিষদ এবং পানখাইয়াপাড়ার বটতলায় মারমা উন্নয়ন সংসদ নানা কর্মসূচি পালন করছে।
বুধবার দুপুরে মারমা ঐক্য পরিষদ আয়োজিত পানিখেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান কংজুরী চৌধুরী। আর মারমা উন্নয়ন সংসদ আয়োজিত পানিখেলার উদ্বোধন করেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আ স ম মাহবুব উল আলম।
পানিকে বিশুদ্ধতার প্রতীক হিসেবে ধরে মারমা তরুণ-তরুণীরা পানি ছিটিয়ে নতুন বছরের শুরুতে নিজেদের পবিত্র করে নেন। পুরোনো বছরের দুঃখ-কষ্ট-গ্লানিকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত এ পানিখেলা অনুষ্ঠিত হয়। এতে একপক্ষের হার না মানা পর্যন্ত পানি ছিটানোর প্রতিযোগিতা চলতে থাকে।
পানিখেলার অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে এ প্রতিযোগিতায় কেবল অবিবাহিত তরুণ-তরুণীরা অংশগ্রহণ করতে পারেন।
খাগড়াছড়িতে দিনব্যাপী পানিখেলা উৎসবের পাশাপাশি চলে সাংগ্রাই কনসার্ট। এতে স্থানীয় শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন। এ উৎসবে অংশ নেন বিভিন্ন দেশি-বিদেশি পর্যটক।