মেঘনায় নিখোঁজের ছয়দিন পর ৩ জেলের লাশ উদ্ধার
ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনার সোনারচর ও লতারচর এলাকা থেকে নিখোঁজের ছয়দিন পর আরো তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। এই নিয়ে নিখোঁজ ছয় জেলের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হলো।
তজুমদ্দিন থানার পুলিশ জানায়, আজ বুধবার সকালে জেলেরা মাছ ধরা অবস্থায় সোনারচর ও লতারচরসংলগ্ন মেঘনা নদীতে লাশ ভাসতে দেখে কোস্টগার্ডকে খবর দেন। কোস্টগার্ড সদস্যরা তিনটি লাশ উদ্ধার করে তজুমদ্দিন থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে। নিহত জেলেদের বাড়ি তজুমদ্দিনের দড়িচাঁদপুর গ্রামে।
গত বৃহস্পতিবার রাতে মেঘনায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরা অবস্থায় ছয় জেলেসহ একটি ট্রলার ডুবে যায়। এর আগে গতকাল মঙ্গলবার দুই জেলে ও সোমবার এক জেলের লাশ উদ্ধার হয়।