দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে যুবকের লাশ উদ্ধার
দিনাজপুরের ফুলবাড়ীর জলপাইতলী সীমান্তে ১০৪ নম্বর পিলারের কাছ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (বিজিবি)। লাশ উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী উপজেলার বানাহার গ্রামে মকসেদ আলীর ছেলে সাইফুল ইসলামের (৩০) লাশ উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকসেদ আলী জানান, মৃতের শরীরে পোড়া চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, বজ্রপাতে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে মারা যাওয়ার প্রকৃত কারণ জানা যাবে।
পরিবারের সদস্যরা জানান, সাইফুল ইসলাম গতকাল মাছ ধরতে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।