শেরপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু
শেরপুরে আজ বৃহস্পতিবার দুপুর থেকে আন্তঃজেলা ও অভ্যন্তরীণ সব পথে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
শেরপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন এনটিভি অনলাইনকে বলেন, ‘ময়মনসিংহ বাস মালিক সমিতির স্বেচ্ছাচারিতা ও চাঁদাবাজির প্রতিবাদে বাধ্য হয়েই শেরপুর বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে।’
সাইফুল অভিযোগ করেন, শেরপুর থেকে ছেড়ে যাওয়া প্রতিটি যানবাহন থেকে ময়মনসিংহ মালিক ও শ্রমিক সমিতির লোকজন চাঁদা আদায় করে। চাঁদা না দিলে যান চলাচল বন্ধ করে দেয় এবং শ্রমিকদের হয়রানি করছে দীর্ঘদিন ধরে। বারবার বলা সত্ত্বেও এর কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।