দিনাজপুরের তিন উপজেলায় নিখোঁজ ১৩ : ডিবি
দিনাজপুর জেলার তিনটি উপজেলায় ১৩ জনের নিখোঁজ হওয়ার সন্ধানে নেমেছে পুলিশ। গত দেড় বছরে একজন ছাড়া সবার পরিবারের পক্ষ থেকে তাদের সন্ধান চেয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
কিন্তু নিখোঁজের পর পরই পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হলেও পুলিশ তখন বিষয়টি আমলে নেয়নি।
সম্প্রতি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদর দপ্তর থেকে সারা দেশে নিখোঁজ ২৬১ জনের তালিকা প্রকাশ করা হয়।
দিনাজপুর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক রবিউল ইসলাম জানান, নিখোঁজদের মধ্যে ঘোড়াঘাট উপজেলার ১০ জন, খানসামায় দুজন ও চিরিরবন্দরের একজন রয়েছে। নিখোঁজদের মধ্যে চিরিরবন্দর উপজেলায় তেঁতুলিয়া গ্রামের সাহাপাড়ার আনারুল হক (২২) তিনবছর আগে বাড়ী থেকে পালিয়ে যান বলে তাঁর পরিবার থেকে জানানো হয়েছে।
ডিবি পরিদর্শক রবিউল ইসলাম আরো জানান, পবিত্র কোরআনের হাফেজ হওয়ার পর আনারুল বাড়ি থেকে পালিয়ে যান। গত বছরে একবার বাড়ি ফিরে ১৮-২০ দিন থাকলেও এরপর আবার তিনি নিখোঁজ হন।
নিখোঁজ তালিকা অনুযায়ী ঘোড়াঘাটের নিখোঁজ ১০ জন হলেন- সাহেবগঞ্জ মাজারপাড়া গ্রামের সাইদুর রহমান (২২), কশিগাড়ী গ্রামের তরিকুল ইসলাম (১২), শ্যামপুর পূর্ব কলেজপাড়ার সুজন চন্দ্র (১৯), ঋষিঘাট গ্রামের সামিউল ইসলাম (২৭), পশ্চিম পালশা গ্রামের ইব্রাহিম (২০), নন্দনপুর গ্রামের আব্দুল হাদি (১৯), চেচুড়া গ্রামের আমজাদ হোসেন (২৭), কলাবাড়ী গ্রামের সারওয়ার হোসেন (২৫), পালোগাড়ী গ্রামের আবুল কাশেম (২৮) ও কশিগাড়ী গ্রামের আখতারুল ইসলাম (২৮)। তাদের সন্ধান চেয়ে ২০১৫ সালের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয় বলে ডিবি পুলিশ জানান।
খানসামা উপজেলার নিখোঁজ দুজনের মধ্যে রয়েছেন গোয়ালডিহি গ্রামের সাদ্দাম হোসেন (২১) ও গোবিন্দপুর হলদিপাড়ার আশরাফুল আলম (২৪)। তাদের সন্ধান চেয়ে চলতি বছর ১১ ও ১৮ জুলাই থানায় জিডি করা হয়। নিখোঁজ ১৩ জনের তথ্য পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। কোনো ধরনের জঙ্গি বা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।