স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ
লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট ফিরোজ আলমের বিরুদ্ধে তাঁর বাসার শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করায় লক্ষ্মীপুর শহরের চকবাজার এলাকার ব্যবসায়ী আবদুজ জাহেরকে পিটিয়ে আহত করেছে ফিরোজ ও তাঁর লোকজন।
এসব অভিযোগ করে ও ফিরোজ আলমের বিচারের দাবি জানিয়ে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি দৈনিক সংবাদপত্রের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শিশুটির পরিবার।
স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুজ জাহের নির্যাতনের অভিযোগ অস্বীকার করে এনটিভি অনলাইনকে বলেন, ‘পাঁচ মাস আগে ব্যবসায়ী আবদুজ জাহের আমার বাসা থেকে ওই শিশুকে তুলে নিয়ে যান। পাঁচ মাস পর আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে তিনি অপপ্রচার করছেন। এখন আমি তাঁর (আবদুজ জাহের) বিরুদ্ধে অপহরণের মামলা করব।’
ওই শিশুটি জেলার কমলনগর উপজেলার চরকালকিনি গ্রামের রিকশাচালক জাফর আহম্মেদের মেয়ে। আজ সংবাদ সম্মেলনে জাফর আহম্মেদ বলেন, মাসিক এক হাজার টাকা বেতন দেওয়ার কথা বলে ফিরোজ আলম তাঁর ১০ বছর বয়সী মেয়েকে বাসার কাজে নেন। ১৪ মাসে কয়েক দফায় বেতন বাবদ মাত্র আড়াই হাজার টাকা দেন ফিরোজ। তাঁরা কারণে-অকারণে নাজমাকে মারধর করেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন। পরে তিনি বাধ্য হয়ে তাঁর মেয়েকে ফিরোজের বাসা থেকে বাড়িতে নিয়ে যান। তিনি বিষয়টি লক্ষ্মীপুর শহরের চকবাজার এলাকার ব্যবসায়ী আবদুজ জাহেরকে জানান। এতে ফিরোজ ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে ৩ এপ্রিল আবদুজ জাহেরকে সদর উপজেলার মহাদেবপুর গ্রামের মোস্তান মসজিদ এলাকায় মারধর করে। এ ঘটনায় বিচারের দাবি জানিয়ে আবদুজ জাহের সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে নির্যাতিত শিশু ও তার মামা আবুল কাশেম উপস্থিত ছিলেন।