টঙ্গিবাড়ীতে বৈশাখী মেলা ভেঙে দিয়েছে প্রশাসন
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার একটি কলেজসংলগ্ন খেলার মাঠে অনুমতিবিহীন মাসব্যাপী বৈশাখী মেলা ভেঙে দিয়েছে প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিক্রমপুর-টঙ্গিবাড়ী কলেজসংলগ্ন রংমেহের খেলার মাঠে টঙ্গিবাড়ীর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে বৈশাখী মেলার অর্ধ-শতাধিক স্টল উচ্ছেদ করে পুলিশ। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টঙ্গিবাড়ী থানা পুলিশের একটি দল ওই মেলা ভেঙে দেয় বলে জানিয়েছেন ইউএনও তাজিনা সারোয়ার।
ইউএনও জানান, শাহীন খান নামের স্থানীয় এক ব্যক্তি এ মেলার উদ্যোক্তা। তিনি প্রশাসনের অনুমতি ছাড়াই গত মঙ্গলবার থেকে বৈশাখী মেলার নামে কলেজসংলগ্ন খেলার মাঠে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে মাসব্যাপী এ মেলা শুরু করেন।
মেলার কারণে বিক্রমপুর-টঙ্গিবাড়ী কলেজে চলতি এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের অসুবিধা হওয়ার আশঙ্কা রয়েছে। আবার মেলায় প্রশাসনের কোনো অনুমতি নেই।