দিনাজপুরে কিশোরের বস্তাবন্দি লাশ
দিনাজপুর সদর উপজেলার বাঙ্গিবেচাঘাটের মানিকপীর উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে লাবু (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকাল ১০টার দিকে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত লাবু শহরের লেবুর মোড় এলাকার বাসিন্দা। সে পেশায় একজন অটোচালক। তার বাবার নাম রফিকুল ইসলাম।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুল করিম জানান, কিশোরের বয়স আনুমানিক ১৬ বছর। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্ত করা হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।