মেহেরপুরে পালিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস
নানা কর্মসূচির মাধ্যমে মেহেরপুরের মুজিবনগরে পালিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে আজ সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক মাহমুদ হোসেন পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুণ কুমার মণ্ডল।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। প্রধান বক্তা থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ কেন্দ্রীয় নেতারা আলোচনা সভায় উপস্থিত থাকবেন।
সকাল ৮টার দিকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন অতিথিরা। এদিকে, দিবসের অন্যান্য অনুষ্ঠানের মধ্যে সোয়া ৮টায় গার্ড অব অনার প্রদান ও কুচকাওয়াজ প্রদর্শন। সকাল ৯টায় আনসার ও ভিডিপি কর্তৃক ‘হে তারণ্য তুমি রুখে দাঁড়াও’ শিরোনামে উপস্থাপনা। সকাল সাড়ে ৯টায় শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবসের আলোচনা সভা এবং বিকেল সাড়ে ৪টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।