হিলি সীমান্তে গান পাউডারসহ আটক দুজনকে থানায় হস্তান্তর
দিনাজপুরের হিলি সীমান্তের চুড়িপট্টি থেকে গান পাউডার ও ককটেলসহ আটক দুই যুবককে থানায় হস্তান্তর করেছে র্যাব। আজ রোববার ভোর ৫টায় তাদের হাকিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর সবুর জানান, গতকাল শনিবার সকালে হিলি সীমান্তে অভিযান চালায় দিনাজপুর র্যাব ক্যাম্পের সদস্যরা। এ সময় তারা সীমান্তের চুড়িপট্টি এলাকা থেকে এক কেজি গান পাউডার ও পাঁচটি ককটেলসহ উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের সৌরভ ওরফে সোহাগ (২৫) ও মধ্যবাসুদেবপুর গ্রামের কালুকে (২৮) আটক করে নিয়ে যায়।
এ ঘটনায় র্যাব কর্মকর্তা খন্দকার আসলাম বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা করেন।
আজ দুপুরে মামলার দুই আসামিকে আদালতে সোপর্দ করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।