যশোরে খাল থেকে দুজনের লাশ উদ্ধার
যশোর সদর উপজেলার আড়পাড়া এলাকায় শুকনা খাল থেকে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে যশোর উপশহর পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ দুটি উদ্ধার করেন।
নিহত দুজন হলেন সদর উপজেলার হাসিমপুর গ্রামের প্রয়াত আব্বাস তরফদারের ছেলে জয়নাল (৪০) ও একই গ্রামের আফজেল তরফদারের ছেলে লিটু (৩৮)। তাঁদের গায়ে অনেকগুলো ক্ষতচিহ্ন আছে। এ থেকে মনে হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে তাঁদের হত্যা করা হয়েছে।
জয়নাল তরফদারের ভাই ইসলাম আলী তরফদার এনটিভিকে জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাড়ির পাশে কিসমত নওয়াপাড়া বাজারে চা পান করছিলেন জয়নাল ও লিটু। এ সময় জয়নালের মোবাইল ফোনে কল এলে তিনি ফোনটি রিসিভ করে কথা বলতে বলতে আড়পাড়ার দিকে চলে যান। এ সময় তাঁর সঙ্গে লিটুও ছিলেন। এর পর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। তিনি আরো বলেন, আজ সকাল ৯টার দিকে আড়পাড়া গ্রামের ইজাহার শুকনা খালের মধ্যে লাশ দুটি দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মেহেদি হাসানকে খবর দেন। পরে পুলিশকে জানানো হয়।
ইসলাম আলী তরফদার অভিযোগ করে বলেন, এর আগেও দুর্বৃত্তরা জয়নালের বাড়িতে বোমা হামলা করেছে। সে সময় পুলিশকে বিষয়টি জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো তাঁদের পরিবারকে পুলিশ হয়রানি করেছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত ব্যক্তিরা আওয়ামী লীগের সমর্থক ছিলেন। তবে তাঁরা রাজনীতিতে সক্রিয় ছিলেন না।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলী শিকদার জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে উপশহর ফাঁড়ি পুলিশের সদস্যরা আড়পাড়া গ্রামের খালপাড় থেকে লাশ দুটি উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। তিনি বলেন, নিহত দুজনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বেশ কয়েকটি মামলা আছে বলে শোনা যাচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।