মানিকগঞ্জে প্রবীণদের অধিকার সুরক্ষায় মাসব্যাপী প্রচারাভিযান
প্রবীণদের অধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি করতে মানিকগঞ্জে মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রচারাভিযান শুরু হয়।
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিয়াপাড়া ইউনিয়নের বরুণ্ডি উচ্চ বিদ্যালয় মাঠে ছয়টি ইউনিয়নের শতাধিক প্রবীণের অংশগ্রহণে বারসিক নামে একটি এনজিও এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
মানিকগঞ্জ কার্যালয়ের মিডিয়া অ্যান্ড ক্যাম্পেইন কর্মকর্তা শুকুফে ইসলাম জানান, হেল্পএজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের সার্বিক ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় মানিকগঞ্জ সদর, ঘিওর ও সিংগাইর উপজেলার পয়লা, নালী, বায়রা, বলধারা, হাটিপাড়া ও বেতিলা-মিতরা ইউনিয়নের ২৪টি নির্বাচিত সাংস্কৃতিক দলের অংশগ্রহণে মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে স্থানীয় প্রবীণ, সরকারি প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
প্রবীণদের অধিকার সুরক্ষায় প্রশিক্ষিত প্রতিটি ইউনিয়নের চারটি নির্বাচিত দল জারি-সারি, বৈঠকী, বাউলসংগীত ও নাটক পরিবেশন করবে। আগামী ১৭ মে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে প্রতিযোগিতার মাধ্যমে কর্মসূচি শেষ হবে বলেও জানান বারসিকের এ কর্মকর্তা।