মুন্সীগঞ্জে সম্পত্তি নিয়ে মারামারি, নিহত ১
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সম্পত্তি নিয়ে মারামারিতে একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন হাওলাদার (৪০) উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের হাজি কেরামত হাওলাদারের ছেলে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, রুহুল আমিন হাওলাদার ও তাঁর চাচাতো ভাই কেরামত হাওলাদারের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে আজ সকালে তাঁদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় কিলঘুষি খেয়ে কেরামত হাওলাদারের ছেলে মনির হোসেন হাওলাদার মাটিতে লুটিয়ে পড়েন।এরপর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে সকাল ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় মধ্যপাড়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি এখন শান্ত বলে দাবি করেছেন ওসি ইয়ারদৌস হাসান।