মুন্সীগঞ্জে গরমে কৃষকের মৃত্যু
প্রচণ্ড গরমে মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে হিটস্ট্রোকে আজ শুক্রবার সেকান্দার দেওয়ান (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি রাঢীপাড়া গ্রামের সালাম দেওয়ানের ছেলে।
আজ বিকেল ৪টার দিকে সদর উপজেলার রাঢীপাড়া গ্রামে নিজ বসতবাড়িতে হিটস্ট্রোকে আক্রান্ত হন সেকান্দার দেওয়ান। বিকেল ৫টার দিকে তাঁকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এনামুল হক জানান, হিটস্ট্রোকে আক্রান্ত হলে পরিবারের লোকজন সেকান্দার দেওয়ানকে হাসপাতালে নিয়ে আসেন। ততক্ষণে তাঁর মৃত্যু হয়।