মেলা থেকে নারীকে অপহরণ, ধর্ষণের পর হত্যা
মুন্সীগঞ্জ সদরে বৈশাখী মেলা থেকে অপহরণ করে দুর্বৃত্তরা শাহীন (৩০) নামের এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে বলে আলামত পেয়েছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত দুর্বৃত্তরা ধরা পড়েনি।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের শনাক্ত করতে পারেনি পুলিশ।
নিহত শাহীন জেলা সদরের বাংলাবাজার ইউনিয়নের বানিয়াল-মহেশপুর গ্রামের আবুল খায়ের সরকারের মেয়ে।
গতকাল বৃহস্পতিবার রাতে শাহীনের বাবা আবুল খায়ের বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে সদর থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) শেখ সাদিক জানান, নারীকে ধর্ষণ শেষে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করার আলামত পাওয়া গেছে। দুর্বৃত্তদের খোঁজে মাঠে রয়েছেন তাঁরা।
এর আগে গত মঙ্গলবার একই উপজেলার বাংলাবাজার ইউনিয়নের নমকান্দি গ্রামে বৈশাখী মেলায় গিয়ে দুর্বৃত্তদের হট্টগোলের মধ্যে পড়েন ওই নারী। এ সময় দুর্বৃত্তরা শাহীনকে অপহরণ করে অন্যত্র আটকে রেখে ধর্ষণ করে। ধর্ষণ শেষে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে শাহীনের মরদেহ চকের জমিতে ফেলে যায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে শিলই চকের জমি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।