ধান ঝাড়াইয়ের মেশিনে শাড়ি আটকে গৃহবধূর মৃত্যু
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কন্দর্পপুর গ্রামে ধান ঝাড়াইয়ের মেশিনে শাড়ি জড়িয়ে ফজিলা বেগম (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ফজিলা বেগমের স্বামী কৃষক আজিজুল ইসলাম জানান, সকালে তাঁর স্ত্রী শ্যালোচালিত মেশিনে ধান ঝাড়াই করছিলেন। এ সময় মেশিনের পাখায় শাড়ি জড়িয়ে যায়। এতে তাঁর বাম হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শরীরেও আঘাত পান তিনি। মুমূর্ষু অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।