জাফরউল্লাহর পথসভায় গুলি, ওসিসহ আহত ৬
ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর একটি পথসভায় গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন কুমার মণ্ডল এনটিভি অনলাইনকে জানান, পথসভা চলাকালে জেলা আওয়ামী লীগের সদস্য ও ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দ্বিপক মজুমদারের লাইসেন্স করা শটগান থেকে অসাবধানবশত গুলি বেরিয়ে যায়। এ ঘটনায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলামসহ ছয়জন আহত হন।
এএসআই বলেন, আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের অবস্থা তেমন গুরুতর নয় ।ওসি নাজমুল ইসলাম সামান্য আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে ভাঙ্গা থানায় এসেছেন। তবে এ ঘটনায় কাজী জাফরউল্লাহ সুস্থ আছেন।
আহত পাঁচজনই আওয়ামী লীগের কর্মী। তাঁদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন গণি মাতুব্বর, সাহেব আলী মেম্বার, ফরহাদ মাতুব্বর ও ইমারত হোসেন। এঁদের মধ্যে ইমারত হোসেনের অবস্থা আশঙ্কাজনক। অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তাঁর নাম জানা যায়নি বলে জানিয়েছেন এএসআই রতন কুমার মণ্ডল।