বর্ষবরণে যৌন হেনস্তাকারীরা চিহ্নিত
বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন হেনস্তার ঘটনায় জড়িত কয়েকজন যুবককে চিহ্নিত করা হয়েছে। আজ শনিবার সকালে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
মনিরুল বলেন, ‘আসলে যে ঘটনা ঘটেছে, যেটা নিয়ে মিডিয়ায় তোলপাড় হচ্ছে, আমাদেরও আলোড়িত করেছে। সে বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত করার জন্য আমাদের পৃথক দুইটা কমিটি গঠিত হয়েছে। শুধু পুলিশের ওই দিন যারা ডিউটিতে (দায়িত্ব) ছিল, তাদের দায়-দায়িত্ব নির্ধারণের জন্য একটা কমিটি হয়েছে। আরেকটা কমিটি হয়েছে প্রকৃতপক্ষে কী ঘটেছিল সেটি জানার জন্য।’
urgentPhoto
ডিবির যুগ্ম কমিশনার বলেন, ‘আমরা আশাবাদী তারা (তদন্ত কমিটি) দ্রুততম সময়ের মধ্যে এ রিপোর্ট (প্রতিবেদন) হয়তো জমা দেবে। জমা দিলে সেই ক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গভাবে বলতে পারব।’ এ সময় তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের কাছে যে ইনফরমেশন (তথ্য) রয়েছে যেটা সিসি টিভির ফুটেজ। পুলিশের ফুটেজই বেশি। সেই ফুটেজগুলো এবং এ ছাড়া বিভিন্ন পত্র-পত্রিকায়, মিডিয়ায় প্রকাশিত, প্রচারিত যেসব ফুটেজ আছে, সেগুলো আমরা বিশ্লেষণ করে যেটা পেয়েছি, বিবস্ত্র করার যে ছবি প্রকাশিত হয়েছে, সেটি আসলে কোনো মেয়ের ছবি নয়। এটি ঢাকা ইউনিভার্সিটি বা সোহরাওয়ার্দী উদ্যানেরও নয়। এটি চানখাঁরপুলে একটি ছেলেকেই কয়েকজন ধরে গণপিটুনি দিচ্ছে। আমরা দেখেছি তাকে মেয়ে বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা কেউ কেউ করেছে।
গোয়েন্দা শাখার এই কর্মকর্তা আরো বলেন, ‘এখানে (টিএসসির আশপাশের এলাকা) ঠ্যালা-ধাক্কা, হাতাহাতি হয়েছে। একেবারেই কিছু বিকৃতমনা যুবক এবং যারা অপুরুষসুলভ। তারাই হয়তো এ কাজটি করেছে।’ তিনি বলেন, ‘তাদেরও (লাঞ্ছনাকারী) আইডেন্টিফাই (চিহ্নিত) করে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ চালাচ্ছি।’
এদিকে পয়লা বৈশাখের ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ডিএমপি কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল কাফী। ডিএমপি কমিশনারের কাছে স্মারকলিপি দিয়ে তিনি অবস্থান ছাড়েন।