শান্তিচুক্তি বাস্তবায়নে ডেডলাইনের প্রয়োজন নেই : সেতুমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যাসহ সব সমস্যার দ্রুত সমাধান করা হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এখানে কোনো ডেডলাইন দেওয়ার প্রয়োজন নেই।
আজ শনিবার দুপুরে বান্দরবান-কেরানীর হাট সড়কের দৈস্তিদারহাট হাঙ্গর ব্রিজের উন্নয়নকাজ পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী জেএসএস সভাপতি (পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান) সন্তু লারমাকে উদ্দেশ করে বলেন, ‘আপনি শান্তিচুক্তি সম্পাদনের অন্যতম মূল নেতা ছিলেন। শান্তিচুক্তি সম্পাদনের আগে এবং পরের পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন-অগ্রগতি মিলিয়ে দেখুন। এখানে কোনো ডেডলাইন দেওয়ার প্রয়োজন নেই। পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তিচুক্তি) সম্পাদনের পর সাত বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। সেই সময়টুকু বাদ দিয়ে অন্য সময়গুলোতে কি পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন হয়নি?’
ওবায়দুল কাদের বলেন, ‘চুক্তি বাস্তবায়নে আওয়ামী লীগ সরকার অঙ্গীকারবদ্ধ। সরকার যে অঙ্গীকার করেছে, তা অক্ষরে অক্ষরে পূরণ করবে।’
এ সময় অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর, বান্দরবানের জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি কাজী মুজিবর রহমান, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ জানান, হাঙ্গরখালের ওপর আড়াই কোটি টাকা ব্যয়ে ২২ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হচ্ছে। সেতুর দুই পাশে ৪০ মিটার করে ৮০ মিটার সংযোগ সড়ক তৈরি করা হবে। আগামী মে মাসে সেতু এবং সড়কের নির্মাণকাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।