নারী লাঞ্ছনা জঙ্গি ও তালেবানি চক্রান্ত : তথ্যমন্ত্রী
নারী লাঞ্ছনাকারীরা দেশের শত্রু বলে মন্তব্য করছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘বর্ষবরণে বা একুশের রাতে নারীদের লাঞ্ছনা করার দুষ্কর্মের সাথে যারা জড়িত, রাষ্ট্র এবং সরকার তাদের কঠিনভাবে দমন করবে। আইনগতভাবে সরকার এবং রাষ্ট্র এবং রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে আমরা এই নারী লাঞ্ছনাকারীদের মোকাবিলা করব।’
আজ শনিবার দুপুরে কুষ্টিয়া পলিটেকনিক কলেজ মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা নারী লঞ্ছনাকারীদের দেশের শত্রু মনে করি। এরা আমাদের চলমান সাংস্কৃতিক ধারার যে প্রবাহ, সেই প্রবাহটাকে ধ্বংস করার জন্য, বন্ধ করে দিয়ার জন্যে এই ধরনের দুষ্কর্ম করছে।’
হাসানুল হক ইনু বলেন, ‘আমি মনে করি, যুদ্ধাপরাধীদের যে দৃষ্টিকোণ থেকে দেখে আমরা কঠোরভাবে বিচার করছি, নারী লাঞ্ছনাকারীদেরও কঠোর বিচার করার পদক্ষেপ নেব আমরা।’
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি বলেন, ‘নারীদের বিরুদ্ধে বিষোদগার করা, নারীদের বিদ্যা অর্জনে বাধা প্রদান করা, নারীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বাধা প্রদান করা একটা জঙ্গি এবং তালেবানি চক্রান্ত। সুতরাং এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে, (তারা) কার্যত জঙ্গিবাদ এবং তালেবানি চক্রকে সাহায্য করছে।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা তালেবানি বা জঙ্গিবাদী বা আগুন সন্ত্রাসীদের জন্যে যে কঠোর ব্যবস্থা গ্রহণ করব, এই ধরনের দুষ্কর্মের সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধেও আমরা একই ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করব।’
বৃত্তি প্রদান অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।