ভাড়া নিয়ে কথাকাটাকাটি, চালকের রগ কাটল যাত্রী
অটোরিকশার ভাড়া নিয়ে কথাকাটাকাটির জের ধরে ধারালো অস্ত্র দিয়ে চালকের পা ও গলার রগ কেটে দিয়েছে দুই যাত্রী। মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকায় আজ শনিবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল কাদির সৈকত জানান, অটোরিকশাচালক হিরু মিয়ার (১৮) সাথে একই এলাকার মাহফুজ মিয়া ও দুলাল হোসেন নামের দুই আরোহীর ভাড়া নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আরোহীরা ধারালো ছোরা দিয়ে চালক হিরুর গলা ও পায়ে আঘাত করে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক জানান, আহত অটোরিকশাচালকের গলা ও পায়ের রগ কেটে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই নুরুল কাদির আরো জানান, ভুক্তভোগী অটোরিকশাচালকের পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।