গাইবান্ধায় ট্রেনে নাশকতা, গ্রেপ্তার ২
গাইবান্ধায় নাশকতা মামলার আসামি দুই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুর ১২টার দিকে সাঘাটা উপজেলার কানাইপাড়া দাখিল মাদ্রাসা থেকে সহকারী শিক্ষক আবদুল আজিজ (৫২) ও আবদুল ওয়াহেদকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এনটিভিকে জানান, দুই শিক্ষকই স্থানীয় জামায়াতে ইসলামীর কর্মী। এর মধ্যে আবদুল আজিজ সাঘাটা থানায় হওয়া নাশকতা মামলার আসামি। আর আবদুল ওয়াহেদ বোনারপাড়ার বুরুঙ্গিতে ট্রেনে নাশকতার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি।