ট্রেন থামানোর জন্য পুরস্কার পেলেন আনোয়ার
দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষার জন্য টিটিই আনোয়ার হোসেনকে পুরস্কৃত করেছেন ফ্রান্সপ্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ী। রাজবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী আশরাফুল ইসলাম স্বপ্রণোদিত হয়ে তাঁকে পুরস্কার হিসেবে ২৫ হাজার টাকা দিয়েছেন। রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম খান আজ রোববার বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আনোয়ার হোসেনের হাতে পুরস্কারের টাকা তুলে দেন।
এ সময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান কবীর এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা রাজবাড়ীর উপপরিচালক মোহম্মদ জিল্লর রহমান উপস্থিত ছিলেন।
গত ১২ এপ্রিল সকালে রাজবাড়ী থেকে ফরিদপুরগামী একটি আন্তনগর ট্রেন ফরিদপুরের দিকে না গিয়ে ইঞ্জিন ড্রাইভার সহকারী ড্রাইভার এবং গার্ড ছাড়াই উল্টোপথে চারটি রেলস্টেশন পার হয়ে ২৬ কিলোমিটার যায়। পরে আনোয়ার হোসেন ট্রেনটি থামান।
জেলা প্রশাসন জানিয়েছে, পুরস্কারদাতা আশরাফুল ইসলাম বঙ্গবন্ধু পরিষদের ফ্রান্স শাখার মহাসচিব এবং মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভাইস প্রেসিডেন্ট।