হিলিতে রাধা-কৃষ্ণমূর্তি উদ্ধার
দিনাজপুরের হিলি সীমান্তের ধরন্দা এলাকা থেকে পিতলের ১২টি রাধা-কৃষ্ণমূর্তি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মূর্তিগুলো ভারত থেকে বাংলোদেশে আনা হয়েছে বলি দাবি বিজিবির।
আজ সোমবার সকাল ৯টায় বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আবদুল খবীর সরকার জানান, ভারত থেকে মূর্তি পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে ধরন্দা এলাকায় অভিযান চালান বিজিবি সদস্যরা। সেখানে গরুর রাখাল সেজে কয়েকজন লোক ঘাসের বস্তা নিয়ে যাচ্ছিল বলে জানতে পারে। পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে রাখাল সাজা ব্যক্তিগুলো বস্তা রেখে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে মূর্তিগুলো পাওয়া যায়। এসব মূর্তি ভারত থেকে দেশে আনা হচ্ছিল।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া মূর্তির মূল্য এক লাখ ৪৮ হাজার টাকা।