ডাকাত-পুলিশ গোলাগুলি, ওসিসহ আহত ৫; আটক ৭
মৌলভীবাজারে ডাকাত দলের সঙ্গে গোলাগুলির ঘটনায় তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পাইপগান ও ধারালো অস্ত্রসহ সাতজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
urgentPhoto
পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের সিলেট সড়কের বড়হাট এলাকায় অবস্থান নেয় পুলিশ। ডাকাত দল পাশের একটি সিএনজি স্টেশনে গাড়িতে গ্যাস নিতে গেলে তল্লাশি চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাত দল গুলি করে, পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মডেল থানার ওসি আবদুস ছালেকসহ তিন পুলিশ সদস্য ও ডাকাত দলের দুই সদস্য আহত হয়। একপর্যায়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সাত ডাকাতকে আটক করা হয়।
আটক ডাকাতদের কাছ থেকে একটি দেশীয় পাইপগান, ছয়টি দা, একটি চাপাতি, দুটি পিন কাটার, একটি বড় গ্রিল কাটার, দুটি ছুরি ও সাত পিস কার্তুজ উদ্ধার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার এএসপি এস এম সিরাজুল হুদা জানান, সদর উপজেলার শাহবন্দর এলাকায় এক লন্ডনপ্রবাসীর বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল আটক ব্যক্তিরা। তাদের নামে জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।