সুশিক্ষার আলোই জঙ্গিবাদ রুখতে পারে
সারা দেশের মতো নড়াইলেও সব শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় নড়াইলে কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক স্কুলসহ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে হাতে হাত রেখে দাঁড়ায়।
এ সময় বক্তারা বলেন, সুশিক্ষার আলোই পারে শিক্ষার্থীদের এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে। একটি শিক্ষার্থীও যেন বিপথে যেতে না পারে এই জন্য সবাইকে নজর রাখার জন্য আহ্বান জানান।