গোয়ালন্দে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একটি বেড়িবাঁধের পাশ থেকে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছের এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে গোয়ালন্দ থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতালের মর্গে পাঠায়।
দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আতর আলী জানান, এলাকাবাসী এখনো ওই যুবকের পরিচয় জানতে পারেনি।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসিরুল্লাহ বলেন, ধারণা করা হচ্ছে, বাইরে থেকে হত্যা করে যুবকের লাশটি বেড়িবাঁধের পাশে ফেলে রাখা হয়েছে। এ ব্যাপারে জোর তদন্ত শুরু করেছে পুলিশ।