পিরোজপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন
‘সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই’ স্লোগানে পিরোজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মানববন্ধনে অংশ নিয়েছে। গতকাল সোমবার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে এই মানববন্ধনে দাঁড়ায়।
বেলা ১১টায় পিরোজপুর মহিলা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ ও ফাজিল মাদ্রাসা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে এ মানববন্ধন করে।
এ কর্মসূচিতে প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।