একাত্তরের পরাজিত শক্তি ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে
দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন একাত্তরের পরাজিত শক্তিরা আবার মাথাচাড়া দিচ্ছে বলে মন্তব্য করেছেন দিনাজপুর- ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে র্যালি শেষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন এই সংসদ সদস্য।
শিবলী সাদিক বলেন, সেই পরাজিত শক্তি এখন দেশকে পিছিয়ে দেওয়ার জন্য ইসলামের অপব্যাখ্যা দিয়ে মেধাবী তরুণদের বিপথগামী করছে। তবে তারা কখনোই সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
আফতাবগঞ্জ ডিগ্রি কলেজের পরিচালনা পর্যদের সভাপতি তছলিম উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বজলুর রশীদ, কেন্দ্রীয় জাতীয় পার্টির সহসভাপতি দেলোয়ার হোসেন, কলেজের অধ্যক্ষ শহিদুর রহমান, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পারুল বেগম এবং কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েম সবুজ।
এর আগে সংসদ সদস্য শিবলী সাদিকের নেতৃত্বে আফতাবগঞ্জ ডিগ্রি কলেজ এবং কুশদহ ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় বাজারে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনগণ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার লোকজন এই র্যালিতে অংশ নেয়।