হিলিতে ‘ইয়াবা ফেনসিডিল’সহ আ. লীগ নেতা গ্রেপ্তার
দিনাজপুরের হাকিমপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিককে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৩। এ সময় তাঁর কাছ থেকে ৪১০টি ইয়াবা, ৪৬ বোতল ফেনসিডিল ও ৪ বোতল মদ উদ্ধার করা হয় বলে র্যাব দাবি করেছে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কমান্ডার এএসপি কায়ছার আলী জানান, আজ বুধবার বেলা ২টার দিকে তাঁর নেতৃত্বে র্যাব সদস্যরা চোরাচালান বিরোধীসহ বিভিন্ন অপরাধমূলক তৎপরতা রোধে অভিযান চালাতে হিলি সীমান্ত এলাকায় যান। এ সময় মাদকের মজুদ ও বেচাকেনার খবর পেয়ে হাকিমপুর পৌরসভার চণ্ডিপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের বাড়িতে অভিযান চালান র্যাব সদস্যরা। বাড়ির শোবার ঘর তল্লাশি করে ৪১০টি ইয়াবা, ৪৬ বোতল ফেনসিডিল ও চার বোতল মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে গাইবান্ধা র্যাব ক্যাম্পে আনা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
এদিকে হাকিমপুর পৌর আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, আবু বক্কর সিদ্দিক হাকিমপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় গ্রামবাসী জানায়, বাড়ি থেকে ৫০ গজ পশ্চিম পাশে মসজিদ থাকলেও আবু বক্কর সিদ্দিক দলীয় পরিচয়ে দাপটের সঙ্গে বিভিন্ন অপকর্মসহ মাদকদ্রব্য ব্যবসা চালিয়ে যেতেন। দলের প্রভাবের কারণে গ্রামের কোনো মানুষ এমনকি মসজিদের কোনো মুসল্লি ভয়ে প্রতিবাদ করার সাহস পেতেন না। পৌর আওয়ামী লীগের এক নেতাকে মাসোয়ারা দিয়ে তিনি এই ব্যবসা চালাতেন।