দিনাজপুরে ‘ছাত্রশিবিরে’র সাত কর্মী আটক
দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে ছাত্রশিবিরের সাত কর্মীকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৪ নম্বর সুন্দরপুর ইউনিয়নের গড়নড়পুর গ্রাম থেকে সাতজনকে আটক করা হয়।
আটক সাতজন হলেন- কাহারোল উপজেলার জাকিরুল ইসলাম (২৫), রফিকুল ইসলাম (২৭), শামিম রেজা (২৮), মো. আজাদ (২৭), নীলফামারী জেলার কিশোরগঞ্জের বদরুল ইসলাম (২৭), নজরুল ইসলাম (২৬), এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার শাহানুর রহমান (২৮)।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী জানান, আটক সাতজন নাশকতার পরিকল্পনা করছিলেন। তাঁরা সবাই শিবিরকর্মী। তাঁদের আদালতে নিয়ে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।