কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় একজন নিহত
কুষ্টিয়া শহরতলির মঙ্গলবাড়িয়া এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক তাজুল ইসলাম জানান, আজ সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মঙ্গলবাড়িয়ায় রাস্তা পার হচ্ছিলেন স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম (৫০)।
এ সময় কুষ্টিয়া থেকে ভেড়ামারা যাওয়ার পথে ওষুধবোঝাই একটি কাভার্ডভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আমিনুল মারা যান। কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
খবর পেয়ে আমিনুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তাজুল ইসলাম।