খুলনায় প্রতিবাদও জানাতে পারেনি বিএনপি
পুলিশের অনুমতি না পাওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে কর্মসূচি পালন করতে পারেনি দলটির খুলনা মহানগর কমিটি। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এ অভিযোগ করেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য নিয়ম অনুযায়ীই আজ পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু অনুমতি না দেওয়াটা রহস্যজনক।’
মঞ্জু আরো বলেন, সরকার গণতন্ত্র তুলে দিয়ে বাকশাল কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে। এই সরকারের আমলে জনগণের কারোরই নিরাপত্তা নেই। খুন, গুম, হামলা, মামলা আর নির্যাতন করে ক্ষমতা চিরস্থায়ী করা যাবে না। ৫ জানুয়ারি অবৈধ পন্থায় একদলীয় নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী সরকার গায়ের জোরে সিটি করপোরেশনও দখল করতে চায়। বারবার সব দলের প্রার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড গঠনের কথা বলা হলেও তাঁবেদার নির্বাচন কমিশন সে ব্যাপারে কোনো উদ্যোগই নিচ্ছে না। এ নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রহসন মঞ্চস্থ করা হলে সরকারের আর শেষ রক্ষা হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, ফখরুল আলম, কাজী সেকেন্দার আলী ডালিম, শফিকুল আলম তুহিন, সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু প্রমুখ।
রাজধানীর কারওয়ান বাজারে পল্লী ভবনের সামনে গতকাল সোমবার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালানোর সময় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর প্রতিবাদে বিএনপি আজ মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিল।