মানিকগঞ্জে পুলিশের ধাওয়া উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে মানিকগঞ্জে পুলিশের ধাওয়া উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলীয় নেতা-কর্মীরা। কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির নেতা-কর্মীরা আদালত চত্বরে এ কর্মসূচি পালন করেন।
শহরের শহীদ রফিক সড়কে বিএনপি কার্যালয় থেকে আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশ নেতা-কর্মীদের ধাওয়া দেয়। ধাওয়ায় নেতা-কর্মীরা আদালত চত্বরে প্রবেশ করে আইনজীবী সমিতির সামনে গিয়ে অবস্থান নেন। সেখান থেকে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে আদালত চত্বর প্রদক্ষিণ শেষে আবার আইনজীবী সমিতির সামনে এসে সমাবেশ করেন।
সমাবেশে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোকছেদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আবদুল বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস খান মজলিস মাখন, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ প্রমুখ বক্তব্য দেন।
রাজধানীর কারওয়ানবাজারে পল্লী ভবনের সামনে গতকাল সোমবার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালানোর সময় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এর প্রতিবাদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা বাদে আগামীকাল বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ও আজ মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।