দিনাজপুরের ঘোড়াঘাট পৌর নির্বাচনে ভোট গ্রহণ চলছে
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।
উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ১৭ হাজার ১৯৭ জন। মোট নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
ভোটকেন্দ্রগুলোতে পুলিশ, র্যাব, আনসার ও বিজিবি দায়িত্ব পালন করছে। সকাল ১০টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।