মুন্সীগঞ্জ ডিসির কুশপুত্তলিকা পোড়ালেন সাংবাদিকরা
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের তথ্য সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) সাইফুল হাসানের কুশপুত্তলিকা পুড়িয়েছেন সাংবাদিকরা। এর আগে আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি কর্মর্সূচি পালন করেন তাঁরা।
মুন্সীগঞ্জ প্রেসক্লাব ঘোষিত তিন দিনের কর্মসূচির প্রথম দিনে আজ ওই কর্মসূচি পালন করা হয়। দুপুর ১টার দিকে শহরের জুবলি রোডে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা জেলা প্রশাসকের কুশপুত্তলিকা পোড়ান বলে জানান প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন।
সভাপতি জানান, সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের বের করে দেওয়ার প্রতিবাদে সাংবাদিকরা তিন দিনের কর্মসূচি পালন করছেন।
আগামীকাল বুধবার মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও বৃহস্পতিবার সাংবাদিক সমাজ প্রতিবাদ সমাবেশ করবে।
কুশপুত্তলিকা পোড়ানো ও কর্মবিরতি পালনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাধারণ সম্পাদক কাজী দীপু, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ খোকা, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, একাত্তর টিভির জসিমউদ্দিন, সাংবাদিক কাজী আকরাম, সুমন ইসলাম প্রমুখ।