বিজিবি-বিএসএফের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ
বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় বাংলাদেশ ২-০ ম্যাচে জয়লাভ করে।
গতকাল সোমবার বিকেলে মৌলভীবাজারের সুতারকান্দি সীমান্ত সংলগ্ন ভারতের সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির শ্রীমঙ্গল সেক্টর এবং বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফের শীলচর সেক্টরের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. তারিকুল ইসলাম খান পিএসসি, শ্রীমঙ্গল সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর মো. শাহেদ মেহের, ৫২-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরদার রেজাউল হক, ৪১-বিজিবির অধিনায়ক ও সিলেট সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর জাহিদ, ভারতের শীলচর সেক্টরের ডিআইজি ওপি ত্রিপাটিসহ বিএসএফের কর্মকর্তারা।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শীলচর সেক্টরের ডিআইজি ওপি ত্রিপাটি।