দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে ককটেল বিস্ফোরণ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ রোববার দুপুরে ঘোড়াঘাট দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হলে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এর মধ্যে একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। পুলিশের সামনেই এসব ঘটনা ঘটে বলেও জানান তাঁরা। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সেখানে দায়িত্ব পালনকারী কোনো পুলিশ সদস্য।
এদিকে ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রেও পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। কেন্দ্র থেকে উদ্ধার করা একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পানিতে ডুবিয়ে রাখে পুলিশ।
এ বিষয়ে ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও মেয়র পদপ্রার্থী আবদুর সাত্তার মিলন অভিযোগ করে বলেন, নৌকা প্রতীকের সমর্থকরাই এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এসব ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ তাঁর।