ফেনসিডিল পরিবহনের সময় হিলি থেকে এক নারী গ্রেপ্তার
দিনাজপুরের হাকিমপুর এলাকা থেকে ফেনসিডিলসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার দুপুর ১২টার দিকে পৌরসভার পালপাড়া এলাকা থেকে ভারতীয় ১০ বোতল ফেনসিডিলসহ সাজেদা বেগমকে (৪০) গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়া সদরের নাটাইপাড়া এলাকার বাসিন্দা।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর জানান, সাজেদা ফেনসিডিল নিয়ে বগুড়া যাওয়ার জন্য পৌরসভার পালপাড়া এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় থানার সহকারী উপপরিদর্শক সায়েম গোপন সংবাদ পেয়ে সেখানে যান। একপর্যায়ে জিজ্ঞাসাবাদ করা হলে ফেনসিডিলের কথা স্বীকার করেন সাজেদা। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে সাজেদাকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি। আজ দুপুরে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক সাজেদাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।