ঘাটাইল পৌর নির্বাচনে আ. লীগ প্রার্থীর জয়
টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুজ্জামান খান শহিদ জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন আট হাজার ৮৯৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ফারুক হোসেন ধলা পেয়েছেন ৪ হাজার ৬২১ ভোট।
নির্বাচিত মেয়র শহিদ ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
আজ রোববার নয়টি ভোটকেন্দ্রে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
ঘাটাইল পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচনে ১৯ হাজার ৮৫৩ জন ভোটারের মধ্যে তিনজন মেয়র প্রার্থী ছাড়াও নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৬ জন এবং তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর ওয়ার্ডে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।