ঘোড়াঘাট পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর জয়
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুস সাত্তার মিলন বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। আবদুস সাত্তার পৌর বিএনপির সভাপতি। আজ রোববার ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিএনপি প্রার্থী আবদুস সাত্তার মিলন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ১১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ নারকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮২৭ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইউনুছ আলী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৪৫৫ ভোট।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোখসানা বেগম এই তথ্য জানিয়েছেন।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে দুপুরে ঘোড়াঘাট দাখিল মাদ্রাসা কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একাধিক ককটেল বিস্ফোরিত হলে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ ছাড়া ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রেও পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। কেন্দ্র থেকে উদ্ধার করা একটি অবিস্ফোরিত ককটেল পানিতে ডুবিয়ে রাখে পুলিশ।
এ বিষয়ে ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও মেয়র পদপ্রার্থী আবদুর সাত্তার মিলন অভিযোগ করে বলেন, নৌকা প্রতীকের সমর্থকরাই এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এসব ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।