লৌহজংয়ে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কে বাসের সাথে ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার মেদেনীমণ্ডল গ্রাম সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আলাউদ্দিন (৪৫) ও সিদ্দিকুর রহমান (৬০)। নিহত এক নারীর পরিচয় জানা যায়নি।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, বিপরীতমুখী ডিএম পরিবহনের যাত্রীবোঝাই একটি বাসের সাথে অপর যাত্রীবোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিদ্দিকুর ও এক নারীর মৃত্যু হয়। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে আলাউদ্দিনের মৃত্যু হয়। নিহত নারীর পরিচয় মিলেনি। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা তামান্না রহমান জানান, আহত যাত্রী লালন, বাসেদ ও আব্দুল মালেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।