গোয়ালন্দে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ব্যক্তিগত শত্রুতার জের ধরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সোয়া ১০টায় উপজেলার উজানচর ইউনিয়নের জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুজ্জামান পলাশ (৩০) উপজেলার জয়নদ্দিন সরদারপাড়ার সিদ্দিক মহুরির ছেলে। তিনি ডিশ ব্যবসার সাথে জড়িত ছিলেন।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্লাহ এনটিভি অনলাইনকে জানান, পাঁচ-ছয় মাস আগে পলাশ তাঁর বন্ধু জিন্দার আলীকে কোনো একটি ঘটনায় মারধর করেন। এরই জের ধরে জিন্দার আলী ও তাঁর লোকজন পলাশের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
পরিবারের সদস্যরা পলাশকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে গোয়ালন্দঘাট থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।