দিনাজপুরে রাবার ড্যামে গোসল করতে নেমে ২ বন্ধুর মৃত্যু
দিনাজপুরের মোহনপুর রাবার ড্যামে গোসল করতে নেমে কলেজছাত্র দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন দিনাজপুর সদর উপজেলার ক্ষেত্রীপাড়ার সাইদুর রহমানের ছেলে মুনতাসিন (১৮) ও শহরের মুন্সিপাড়ার মমতাজের ছেলে সাকিব (১৮)। তাঁরা দুজনেই শহরের হলিল্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়তেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদয়ানুল করিম জানান, আজ সোমবার দুপুরে চার বন্ধু মিলে আত্রাই নদীর মোহনপুর রাবার ড্যামে গোসল করতে নামেন। এ সময় স্রোতে দুই বন্ধু সাঁতরে ওপরে উঠতে পারলেও দুই বন্ধু পানিতে ডুবে যান। পরে রংপুর থেকে ডুবুরিদল আনা হলেও বিকেল ৪টার দিকে স্থানীয় জেলেরা দুজনের লাশ উদ্ধার করেন।