ঝড়ে গাছচাপায় শেরপুরে দুজনের মৃত্যু
ঝড়ে গাছচাপা পড়ে শেরপুরে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে জেলার শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাতের ঝড়ে গাছ ভেঙে বাড়ির ওপর পড়লে এর চাপায় শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা গ্রামে কাজলী নামের ছয় বছরের একটি মেয়েশিশুর মৃত্যু হয়। প্রায় একই সময় একইভাবে মৃত্যু হয় নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের হায়দার আলী (৪৫) নামের এক ব্যক্তির। এ ছাড়া ঝড়ের কারণে শেরপুরের কয়েকটি উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে।
শেরপুরের জেলা প্রশাসক জাকীর হোসেন ঝড়ে গাছচাপায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা প্রশাসনের তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া জেলার বিভিন্ন অঞ্চলের ক্ষয়ক্ষতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।