ব্যবসায়ীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ফারুক আহমেদ (৪৮) নামের এক বেকারি ব্যবসায়ীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনার পর তাঁর মাথার চুলও কেটে দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার জনতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার আড়াই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ ফারুককে উদ্ধার করে। পরে গুরুতর অবস্থায় তাঁকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেন খান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, মধুপুর এলাকার বাসিন্দা ফারুক ইট দেওয়ার কথা বলে একই এলাকার হাসান ভূঁইয়ার কাছ থেকে ১৪ লাখ টাকা নেন। এ নিয়ে কয়েক দফায় সালিস শেষে আদালতে মামলাও হয়। মঙ্গলবার বিকেলে ফারুক জনতা বাজারে গেলে হাসান ও তাঁর লোকজন ফারুককে জোরপূর্বক তুলে নেন। পরে হাসানের বাড়ির সামনে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে তাঁকে বেঁধে রড দিয়ে থেমে থেমে আড়াই ঘণ্টা ধরে পেটানো হয়। এতে ফারুকের শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়। পরে তিনি অচেতন হয়ে পড়লে তাঁর মাথার চুল কেটে দেওয়া হয়।
ফারুকের ছেলে ফয়সাল বলেন, ‘আমার বাবাকে প্রকাশ্যে লোকজনের সামনে পিটিয়ে চুল কেটে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। হাত-পা ধরে অনুরোধ করলেও তারা শোনেনি। বাবার চিৎকারে শত শত মানুষ জড়ো হলেও ওদের ভয়ে কেউ প্রতিবাদ করেনি।’
ফারুকের মেয়ে ফাতেমা আক্তার সুইটি বলেন, ‘টাকা পাওয়া নিয়ে বাবার সঙ্গে হাসানের মামলা চলে। বিষয়টি আদালতে বিচারাধীন। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে হাসানের সন্ত্রাসীরা আমার বাবাকে পশুর মতো পিটিয়েছে।’
এ বিষয়ে হাসান ভূঁইয়া বলেন, ‘ফারুক প্রতারক। পাঁচ বছর আগে ইট দেওয়ার কথা বলে সে আমার কাছ থেকে সাড়ে ১৪ লাখ টাকা নেয়। টাকা না দিয়ে সে টালবাহানা করে। এ জন্য তাঁকে তুলে আনা হয়েছে, এরপর উত্তেজিত লোকজন কয়েকটি কিল ঘুষি মেরেছে।’
রায়পুর থানার এসআই ময়নাল হোসেন খান জানান, ফারুককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি অমানবিক। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।