হিলি সীমান্ত থেকে গরু মোটাতাজাকরণের নিষিদ্ধ ওষুধ জব্দ
দিনাজপুরের হিলি সীমান্ত থেকে আমদানি নিষিদ্ধ গরু মোটাতাজাকরণের ভারতীয় বিপুল পরিমাণ ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার ভোরে চোরাচালানবিরোধী অভিযান চলাকালে এসব জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা।
বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের সুবেদার রফিকুল ইসলাম জানান, হিলি সীমান্তের অদূরে দলার দরগা নামক এলাকায় ভারতীয় বিপুল পরিমাণ ট্যাবলেট মজুদ করা হচ্ছে—এমন খবর পেয়ে ভোর ৪টার দিকে বিজিবির সদস্যরা সেখানে অবস্থান নেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা ট্যাবলেটের কয়েকটি বস্তা ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা সেখান থেকে তিন লাখ ১৮ হাজার পিস ভারতীয় প্যারাকটিন ট্যাবলেট, ছয় হাজার পিস আইপি ট্যাবলেট ও চার হাজার ৮০০ পিস সেটম্যাক্স ট্যাবলেট জব্দ করে। জব্দ হওয়া ওষুধের মূল্য ৬৪ লাখ ৫৬ হাজার টাকা।
বিজিবির এই কর্মকর্তা আরো জানান, কোরবানির ঈদ সামনে রেখে গরু মোটাতাজাকরণ করতে এসব আমদানি নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট পাচার করছে চোরাচালানিরা।