দিনাজপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যা
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও মেয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন রেললাইন থেকে এই দুজনের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন সারথি রানী (৪৫) ও তাঁর মেয়ে ফাল্গুনী রানী (১৫)। তাঁরা উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর মাছুয়াপাড়া গ্রামের নিবাস চন্দ্রের স্ত্রী ও মেয়ে। ফাল্গুনী আদর্শ কলেজপাড়া কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ জানায়, ৩৬৪/২ নম্বর পিলারের কাছে রেললাইনের ওপর ট্রেনে কাটা পড়া দুজনের লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। রাতেই সারথী ও ফাল্গুনীর লাশ তাঁদের পরিবারের লোকজন শনাক্ত করেন।
পার্বতীপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, পারিবারিক কোন্দলের জেরে মা ও মেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও এসআই জানান।